আশেক বিনা ভেদের কথা
কে আর বোঝে ।
শুধালে খলিফা সবে
বলে রাসুল বলেছে ।।


আশেকে যে হয় আশেকি
খুলে যায় তার দিব্য আঁখি
নফছে আল্লা নফছে নবি
দেখবে অনাসে ।।


যেহি মুর্শিদ সেহি রাসুলুল্লা
সাবুদ কোরান কালুল্লা
আশেকে বলিলে আল্লা
তাও হয় সে ।।


মুর্শিদের হুকুম মানো
দায়েমি নামাজ জানো
রাসুলের ফরমান মানো
লালন তাই বলে ।।