সাধুর যুগল চরণধুলো
লাগবে কি এই পাপীর গায় ।
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই ।।
ভালোর ভাগী অনেকজনা
মন্দের ভাগী কেউ তো হয় না
কেবল সাধু দয়াবান, সবারই সমান
তাইতে দোহাই দেই তোমায় ।।
সাধু না লইবে যারে
কে আর লইবে তারে
তুমি, জানাও মহিমা, কর পাপ ক্ষমা
এই পাপীর হও সদয় ।।
দিনে দিন ফুরায়ে এলো
মহাকালে ঘিরে নিলো
তাতে মূঢ় লালন, হীন হয়েছি ভজন
না জানি মোর ভাগ্যে কী হয় ।।