মানুষ ভজে যে যা করো
গৌরচাঁদ গিয়েছে সরে ।
আর কি গৌর আসবে ফিরে ।।


একবার প্রভু এই নদীয়ায়
মানুষ রূপে হইয়ে উদয়
প্রেম বিলায়ে যথা তথা
গেলেন প্রভু নিজপুরে ।।


চার যুগের ভজনাদি
বেদেতে রাখিয়া বিধি
ব্রজের নিগূঢ় রসপান্তি
সঁপে গেলেন শ্রীরূপেরে ।।


আর কিরে সেই অদ্বৈত গোঁসাই
আনবেন গৌর এই নদীয়ায়
লালন বলে সেই দয়াময়
মেলেন কারো ভাগ্যশিরে ।।