আর কি আসবে কেলে সোনা এই গোকুলে ।
তারে চেনে না যশোদা রানী কি ভোলে ।।


ননীচোরা বলে অমনি
মারল তারে নন্দরানী
আরো কতরূপ অপমানি
করিলে ।।


অনাদির আদি সেই গৌরাঙ্গ
তারে রাখাল বানায় নন্দ
আরো কত রাখালগণ
কান্ধে চড়িলে ।।


হারাইলে চায় পেলে নেয় না
ভবজীবের ভ্রান্তি যায় না
লালন কয় দৃষ্টি হয় না
এই নর নীলে ।।