বাইরে যার তত্ত্ব কর অবিরত
সেতো অজ্ঞাচক্র বিহারে ।
আর কেন মন ঘোর বাহিরে
দেখ না আপন অন্তরে ।।
বামে ইড়া-নাড়ি দক্ষিণে পিঙ্গলা
সেত রজগুনে করিতেছে খেলা
মধ্যে শতগুন সুশর্মা বিমলা
ধর ধর তারে সাদরে ।।
কুলুকুন্ডলিনী শক্তি বায়ু বিকারে
অচৈতন্য হয়ে আছে মূলাধারে
গুরুদত্ত তত্ত্ব সাধনারই জোরে
চেতন করো তাহারে ।।
মূলধার অবধি পঞ্চচক্র ভেদী
লালন বলে আজ্ঞাচক্রে রয় নিরবধি
হেরিলে সে নিধি যাবে ভব ব্যাধি
ভাসবি আনন্দসাগরে ।।