আর আমারে মারিসনে মা ।
বলি তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না ।।


ননীর জন্যে আজ আমারে
মারলি গো মা বেঁধে ধরে ।
দয়া নাই মা তোর অন্তরে
অল্পেতে গেলো জানা ।।


পরে মারে পরের ছেলে
কেঁদে যেয়ে মাকে বলে ।
মা জননী নিঠুর হলে
কে বোঝে শিশুর বেদনা ।।


ছেড়ে দে মা হাতের বন্ধন
যাই আমার যেদিকে যায় মন
পরের মাকে ডাকবো এখন
তোমার গৃহে আর থাকবো না ।।


যে না বোঝে ছেলের বেদন
সেই ছেলের মার বৃথা জীবন।
বিনয় করে বলছে লালন
কাঁদছে সে করে করুণা।।