আর আমার বলিস না রে ছিদাম ব্রজের কথা ।
যার কারণে পেয়েছি রে ভাই প্রাণে ব্যথা ।।


ছিল মনের তিনটি বাঞ্ছা
নদেয় সাধব আছে ইচ্ছা
প্রেমঋণে গাঁথা ;
সেই কারণে নদে ভুবনে
জাগে হৃদয়লতা ।।


ছিদাম রে ভাই বলি তোরে
ফিরে যা ভাই আপন ঘরে
কে বোঝে এ প্রাণের ব্যথা ;
মনের কথা প্রাণের ব্যথা
আর বলবো না তা ।।


যার কারণে বই রে বাদা
শোন বলি রে ছিদাম দাদা
ও সে নন্দ পিতা ;
গুরু ভেবে বলছে লালন
ধন্য রে যশোদা ।।