আপনারে আপনি চিনিনে ।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে ।।


আপনারে চিনতাম যদি
হাতে মিলতো অটল চরণ নিধি ।
মানুষের করণ হতো সিদ্ধি
শুনি আগম পুরাণে ।।


কর্তারূপের নাই অন্বেষণ
আত্মার কি হয় নিরূপণ ।
আপ্ততত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে ।।


দিব্যজ্ঞানী যেজন হলো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো ।
দরবেশ, সিরাজ সাঁই কয় লালন রইলো
জন্ম অন্ধ মন গুনে ।।