কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে ।
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে ।।
আরবী ভাষায় বলে আল্লাহ
ফারসীতে কয় খোদাতালা ।
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন ভাষায় ভিন্নভাবে ।।
মনেরই ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে ।
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে ।।
আল্লাহ হরি ভজন পূজন
এ সকল মানুষের সৃজন ।
অনামক অচেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে ।।
আপনাতে আপনি ফানা
হলে সে ভেদ যাবে জানা ।
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে ।।