আমি ঐ চরণের দাসের যোগ্য নই ।
নইলে মোর দশা কি এমন হয় ।।
তুমি নিজগুনে পদারবিন্দু
দেন যদি সাঁই দীনবন্ধু ।
তবেই তরি ভবোসিন্ধু
নইলে না দেখি উপায় ।।
আমি ভাব জানিনে প্রেম জানিনে
দাসী হতে চাই চরণে ।
ভাব দিয়ে ভাব নিলে পরে
সেই সে রাঙ্গা চরণ পায় ।।
অহল্যা পাষানী ছিল
চরণ ধূলায় মানব হলো ।
ফকির লালন পথে পড়ে রইলো
যা করেন সাঁই দয়াময় ।।