আমি কোথায় ছিলাম আবার
কোথায় এলাম ভাবি তাই ।
একবার এসে এই ফল আমার
জানি আবার ফিরে কোথা যাই ।।
বেদ-পুরাণে শুনি সদাই
কীর্তিকর্মা আছে একজন জগৎময়
আমি না জানি তার বাড়ি কোথায়
আমি কী সাধনে তারে পাই ।।
যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী আবার হলো রে আমার
লুটলো রে এই সাধুর ভান্ডার
আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই ।।
কেবা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজি এ ভবসংসার
অধীন লালন বলে হ’লাম অপার
আমার সাথের সাথী কেহ নাই ।।