সে জানে আর আমি জানি
আর কে জানবে মনের কথা ।
আমি, যার ভাবে মৌড়েছি মাথা ।।
মনের মানুষ রাখবো মনে
বলবো না তো কারো সনে
ঋণ শুধিবো কতদিনে
মনে সদাই সেই চিন্তা ।।
সুখের কথা সুখী জানে
দুখের কথা দুখী জানে
পাগল জানে পাগলের বোল
সেথা কে জানাবে কোথা ।।
যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বেধাল শুনে কাজ নাই
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা ।।