আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে ।
কত অধম পাপী তাপী অবহেলায় তরালে ।।


জগাই মাধাই দুটি ভাই
কাঁধা ফেলে মারিল গায়
তারে ও তো নিলে।
আমি তোমার কেউ নই দয়াল
তাই কি মনে ভাবিলে।।


অহল্যা পাষানী ছিল
সেও তো মানব হলো
প্রভুর চরণ ধূলে।
আমি পাপী ডাকছি সদাই
দয়া হবে কোন কালে।।


তোমার নাম লয়ে যদি মরি
দোহাই দেই তবু তোমারই
আর আমি যাবো কোন কূলে।
তোমা বৈ আর কেউ নাই দয়াল
মুঢ় লালন কেঁদে বলে।।