আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায় ।
খোদার বান্দা নবির উম্মত কী করিলে হওয়া যায় ।।


আঠারো হাজার আল্লার আলম
কত হাজার কালাম হয়
সিনা সফিনায় কয় হাজার রয়
কয় হাজার এই দুনিয়ায় ।।


কত হাজার আহাদ কালাম
তাহার খবর কও আমায়
কোন্ সাধনে নূর সাধিলে
সিনার কালাম হয় আদায় ।।


গোলামি করিলে পরে
আল্লাহ ভেদ পাওয়া যায়
লালন বলে আহাদ কালাম
দিবেন কি সাঁই দয়াময় ।।