আকার কি নিরাকার সাঁই রব্বানা ।
আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা ।।


খুদিতে বান্দার দেহে
খোদা সে লুকায়ে
আলেফে মিম বসায়ে
আহাম্মদ নাম হল সে জানা ।।


আহাম্মদ নাম দেখি
মিম দিয়ে মিম করে নফি
মিম গেলে আহাদ বাঁকি
আহাম্মদ নাম থাকে না ।।


এই পদের অর্থ ঢুঁড়ে
কারো জান বসবে ধরে
কেউ বলে লালন ভেড়ে
ফাকড়ামো বই বোঝে না ।।