আজ কি দেখতে আলি গো তোরা বলনা তাই
আমার নন্দের কানাই নাই ঘরে
সে ভাবও আর নাই ।।


কানাই হেন ধন হারিয়ে
আছি সদয় হত হয়ে
বলরে কোন দেশে গেলে
আমি সে নীলরতন পাই ।।


ধনধরা গজ বাজি
তাতে মন না হয় রাজি
( ওরে ) আমার কানাই লালের জন্য
প্রান আকুল সদায় ।।


কি হবে অন্তিমকালে
সে কথাটি রইলাম ভুলে
অধীন লালন কয় এ মায়াজাল
কাটার কি উপায় ।।