কাঙাল হবো মেঙে খাবো
রাজরাজ্যের আর কার্য নাই ।
আজ আমায় কৌপিন দে গো
ভারতী গোসাই ।।


এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
আমি ওই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই অঠাঁই ।।


সাধুশান্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিস্কলহ
তাতে যদি মুক্তি পাই ।।


স্বপ্নে যেমন রাজ-বাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয় ।।