আগে, গুরুরতি কর সাধনা ।
তোমার, ভববন্ধন কেটে যাবে
আসা-যাওয়া রবে না ।।


প্রবর্তেরই গুরু চেনো  
পঞ্চতত্ত্বের খবর জানও
নামে রুচি হলে কেন  
জীবে দয়া হবে না ।।


প্রবর্তের কাজ না সারিতে  
যাও যদি মন সাধু হতে
ঠেকবি যেয়ে মেয়ের হাতে
লম্ফতে আর সারবে না ।।


মেয়ে হয়ে মেয়ে বেশে
ভক্তিসাধন করো বসে
আদি চন্দ্র রাখো কষে,
কখনো তারে ছেড়ো না ।।


ডোব গিয়ে প্রেমানন্দে
সুধা পাবে দন্ডে দন্ডে
ফকির লালন বলে জীবে পাপ খন্ডে  
আমার মুক্তি হলো না ।।