সকলে যেমন দেখে গো স্বপন
আমিও তেমনি দেখেছি
স্বপ্নের মাঝখানে তোমার নাম ধরে
কতবার তোমাকে ডেকেছি।
হয়তো শোনোনি সময় গোনোনি
কতক্ষন অপেক্ষায় থেকেছি।
যে সময় চলে যায় ফিরে আসে না
যে পাথর ডুবে যায় তীরে ভাসে না
স্বপের বাসরে তবু সেই পাথরে
ভাসিয়ে যে আজও রেখেছি।
উদাসীন যে মেঘ চিরদিন বাতাসে
ভেসে যায় বহু দূরে নীল আকাশে
রঙধনু রঙে সেও বৃষ্টিতে হাসে।
স্বপ্নেরা মরে যায় তবু থাকে আশা
সবকিছু শেষ হয় থাকে ভালোবাসা
তাই প্রেম বুকে বেদনায় ধুঁকে
স্বপ্নের রঙ এই মনে মেখেছি।
-------------------------------------------------------------------------------
গানটি নিতান্তই শেখার উদ্দেশ্যে পোস্ট করলাম। স্বরবৃত্তে লেখার চেষ্টা করেছি। তবে মাত্রা ও পর্ব বিভাজনের উপর পূর্ণ দখল এখনো না আসায় কিছু ভুল আছে যা ব্যাখ্যা করা আমার নিজের জ্ঞানের বাইরে মনে হলো। তাই মাত্রায় শুদ্ধ জ্ঞানসম্পন্ন কেউ গানটির মাত্রা ও পর্ব বিশ্লেষন করে ধরিয়ে দিলে উপকৃত হবো ও শুদ্ধ করার চেষ্টা করতে পারব আশা রাখছি। এটি গান হয়নি বললেও আমার কোন রাগ থাকবে না।