আমায় তুমি অর্ঘ যা দাও কোথায় বলো রাখি
আজকে নাহয় যোগ্য ভাবো, কাল যদি না থাকি?
আমায় যখন বসাও তুমি এমন উঁচু স্থানে
নিচে কখন যায় যে পড়ে, কাঁপন লাগে প্রাণে।
শুধু আমায় আপন করে তুমি যেথায় সেথায় ধরে
রেখো আমার দোষগুলিরে তোমার বুকে ঢাকি।
সবাই যখন গগনবুকে তারার জ্যোতি খোঁজে
একটি তারার নীরব খসার বেদনা কে বোঝে?
তাই আমি চাই আকাশ ছেড়ে এই মাটিতেই একটু বেড়ে
তার বুকে ফের লুটিয়ে পড়ে তার সে ধুলিই মাখি।
যে প্রণামে স্পর্শ করো ধূলিই মাখা চরণ
সিক্ত হৃদয় মাঝে আমি করি যে তা বরণ।
আশিস্ যে দিই শূন্যহাতে সদাই থাকুক তোমার সাথে
সকাল, বিকেল, দুপুর, রাতে ছন্দ সুখের পাখি।