পাপে পাপে শেষ করিলাম
সাধের জিন্দেগানি
জীবন সন্ধ্যায় ভরসা মোর
তোমার মেহেরবানি ।


না করিলাম আখেরের কাম
শুধুই জমিদারি
ভয় লাগে হায় কঠিন সাগর
কেমনে দিব পাড়ি ।
সামনে আমার অকূল পাথার
উপায় নাহি জানি ।।


শিশুকাল যায় খেলা ঘরে
যৌবন ফাগুন হাওয়ায়
দেখতে দেখতে গেল জীবন
নানান চাওয়া পাওয়ায় ।
ভাবছি বসে হিসেব কষে
করলাম কি নাদানি ।।


দুচোখের জল সম্বল করে
আজ মিনতি করি
ঘোর বিপদে মাওলা আমার
হাতটি নিও ধরি ।
তোমার দয়ায় ঘুচবে আমার
সকল পেরেশানি ।।


তারিখ: ১৮/০৯/২০২৪ইং
রাত: ০৮: ১০ মিনিট।