হাজার রঙের বাহার নিয়ে
ওড়ে যখন প্রজাপতি,
লজ্জাতে লাল জড়সড়
হয় তখন ওই লজ্জাবতি।


এঁকেবেঁকে নদী চলে
ঢেউয়ের তালে সুরে কুলকুল,
সকাল সাজে মন ভোলানো
সুবাস ছাড়ায় শিউলি -বকুল।
ভাবনার চেয়ে দেখে ভালো
জুড়াই আমার চোখের জ্যোতি।


এত যে রূপ এত যে সুর
কোথায় পেলি তোরা বল্ না,
সেই সে সেরা সুরকারের
গীত-ই আমি গাইবো চল্ না।


দ্যুতি ছাড়া নাদান আমি
বিনা সুরে গাইছি পতি
আকুল হয়ে আশায় আছি
পরোকালে করবে গতি।