জ্যোৎস্না/জোছনা রাতে হাস্নাহেনার
সুবাস যখন ভেসে আসে,
তখন বুঝি তুমি খালিক
ইচ্ছে যাহা করতে পারো অনায়াসে।
গহীন জলে ঝিনুক বুকে
যখন দেখি মুক্তা হাসে,
তখন বুঝি তুমি রক্ষক
অপশক্তি যতই থাকুক চারিপাশে।
আকাশ-পাতাল, ভূতল চাহি
দেখি তোমার দান-মহিমা,
ইচ্ছে হলেই কেউ পারে না
ছেড়ে যেতে বেঁধে দেওয়া তোমার সীমা।
অভিশপ্ত হই না যেন
ভিক্ষা মাগি রাজসকাশে,
দয়া করো প্রভু তুমি
ঈমান যেন থাকে আমার শেষ নিশ্বাসে।