ধূসর মরুর ঊষর বুকে কে আসিল হায়!
চারিদিকে সাজসাজ রবে সাড়া পড়ে যায়!


সেই খুশিতে ফল্গুধারা বয়ে গেল ধরায়
তপ্তমরু শীতল হলো সে জান্নাতি বায়।


তার আগমন বাগে ফোটায় শত কুসুমকলি,
পরাগ মেখে ফুলে ফুলে ঘোরে হিত অলি।


আজো তার সুর কোটি প্রাণে দোলা দিয়ে যায়,
সে যে আমার প্রিয় রাসুল (স.) শেষ বিচারে সহায়।