ধরার ধূলিতে নেমে এলো এক ধ্রুবতারা,
সে খোশ খবরে ত্রিভুবনে পড়ে গেল সাড়া ।
তার আভা দেখে জাহেলিয়া হল আঁধারহারা,
তার ছোঁয়া পেয়ে মরুবুকে বইলো ঝর্ণাধারা।
অতুল সোনার সে পরশে ফোঁটে শত ফুল,
ঘুম ভেঙ্গে যায় ছিল যত হিংসা-দ্বেষ-ভুল।
তার নূরে সব চমকিয়া হল মাতোয়ারা,
নেই কোন তুল সে আমার প্রাণের পেয়ারা ।