তোমার সুখের জন্য আমি
উড়াল দিয়ে আইছি বিদেশ-বিভুঁই,
তোমার কথা মনে পড়ে
গভীর রাতে একলা যখন শুই।
আমার জন্য সকাল-সাঁঝে
হৃদয় মাঝে কষ্ট তুমি পাও,
সুযোগ পেলেই সংগোপনে
নয়নজলে বিরহ গীত গাও।
কোন সে নদের পানি দিয়ে
বল মোদের অন্তর্জ্বালা ধুই!
তোমায় কত ভালোবাসি
জানে সেতো অন্তর্যামী,
আর কটা দিন ধৈর্য ধরো
আসব ফিরে প্রেমিক আমি।
দুঃখ-কষ্ট সয়েও আমি
রঙিন আশার হাজার বীজ রুই,
যতদূরে রই না কেন
তুমি-আমি নই কখনো দুই।