ক্ষমা করো প্রভূ তুমি আমার সব কসুর,
পাষাণ দিলের অহমিকা ভেঙে কর চুর।


কলবেতে থাকে যেন তোমার গীতি-সুর,
চেতনাতে থাকে যেন পাহাড় হেরা-তুর।


কঠিন শিলায় ফোটাও তুমি সুবাসিত ফুল,
ওমরের (রাঃ) শির উচু করো ক্ষমা করে ভুল !


কবর মাঝে জ্বেলে দিও তোমার ক্ষমার নূর!
পুলসিরাত তরিয়ে নিও গোনাহ করে দূর !