এই ঝিরিঝিরি বরষায় বন্ধু একলা কাটে না যে ক্ষণ,
তোমাকে ছুঁতে চাইছে যে শুধু এই চঞ্চলা উতলা মন ।
শ্রাবণধারা হতাম যদি জড়াতাম তোমার ও গায়,
বর্ষা হয়ে ভিজাতাম শুধু লুটিয়ে পড়তাম রাঙা পায়।
নব বর্ষার যৌবন জলে জো আসিলে তৃষিতা জমিতে,
চাষ না দিলে গাছ ভরে না নানা রঙের ফুল-ফলেতে।
আমি চাষী হতে চাই সখী তোমারই উর্বর ভূমিতে।
সারাজীবন চাইছি তোমার মধুর প্রেমের ঘানি টানতে।
আর কোথাও পাবে না তুমি এমন প্রেমিক-আপনজন।
তোমাকে খুশি করাই বন্ধু জীবনে আমার বড় পণ ।