আমার দুখের বহতা নদে
সুখের তরণী ভাসাও তুমি ,
ঘুমহীন নিশীথে আমায় রেখে
যাওগো সজনী জোছনা চুমি।


তোমার কানন ঝরনা জলে
ভরে গেছে আজ   ফুল ও ফলে ,
আমার আলয় খরায় পুড়ে
হয়ে গেছে বন্ধ্যা বিরান ভূমি।


তুমি দেখ ওই দীঘলকালো
আমার নয়ন শুধু ডাগর ,
আমি বুঝি প্রিয় সেতো শুধুই
নোনাজলের ও অশ্রুসাগর।


চেয়েছি গো আমি অল্প-ই যত
নিরাশার পথ বেড়েছে তত ,
বেঁচে আছি সখী তবুও আমি
পিরামিডে মমি যেমনি ঘুমি।



(অক্ষরবৃত্ত: ১১+১১)