সারাজীবন গোসল করেও
পূত হওয়া যায় না ,
সাদা পোশাক পরেও মনের
উলঙ্গতা যায় না ।
ও মন, মন রে দুনিয়াতে
হিসাব করে চল্ না।


দেহে পানি ঢালার আগে
মনের কালি ধো না,
বসন পরার আগে অবুঝ
মনটা শালীন কর্ না।
ও মন, মন রে দুনিয়াতে
হিসাব করে চল্ না।


আলো ছেড়ে আলেয়ার পথ
মোহে পড়ে ধরিস না,
সৃষ্টির সেরা মাখলুকাত তুই
সেকথাটা ভুলিস না।


ভবে আসছিস সদায় করতে
বাজার থাকার নিবাস না !
হীরা ফেলে হাটের থলেয়
ময়লা শুধু ভরিস না ।
ও মন, মন রে দুনিয়াতে
হিসাব করে চল্ না।