আকাশের ও বুকে আঁচড় কাটবে কি !
আমি তো বেদনায় নীল হয়েই আছি।
যত দূরে যাওগো, যত ব্যাথা দাওগো,
তুমি সুখেই থাকো- নিরবে আমি যাচি।
তারা ছাড়া আকাশে,  আমি  তো বেশ আছি--- বেশ আছি।


সুখের ও সাগরে লহরি ছিলে তুমি
ছিলে মোর কোমরে সোনারও কাঞ্চী ।
ফুলের মধু লুটে অন্য বুকে তুমি
নি:স্ব করে  গেছ নিয়ে সবই চাঁচি।
সৌরভ ছাড়া বাগে, আমি তো বেশ আছি--- বেশ আছি।


কত স্বপ্ন ডালা সাজিয়েছি যতনে
দুজনে এক হয়ে, খুবই কাছাকাছি ,
কী দোষে  ছেড়ে গেলে তাতো আজো বুঝিনি
তবে কি সব ছিল, সাজানো  মিছামিছি ?
শুন্যবুকে তবু ,  আমি তো বেশ আছি--- বেশ আছি।