সোনার বরণ আমনের ক্ষেত
দোলে যখন বাতাসে,
পাকা ধানের গন্ধে আমার
বুক ভরে যায় হরষে।
বর্ষায় যখন হিয়া কাঁপে
কদমফুলের সুবাসে,
বাঁচতে আমার ভালো লাগে
সেই ঘ্রাণেরই আবেশে।
যতকিছু শুভ দেখি
বুঝি সেতো বাংলার মুখ,
কোথাও গেলে পাবো নাকো
মায়ের কোলের তৃপ্ত সুখ।
তোমার রূপে মুগ্ধ আমি
ধন্য তোমার পরশে,
তোমার বুকে মাথা রেখে
মরতে যে চাই আয়েশে।