পাখিটি উড়তে চেয়েছিল গগণের বুক জুড়ে
কিন্তু সে পেল খাঁচা।তার মন কি আর মানে
তাকে কি আর আটকে রাখা যায় শৃঙ্খলতায়
নীল আসমান তাকে হাতছানি দিয়ে ডাকে
সে কি করে মেনে নেবে বন্ধিত্ব অবলীলায়।
পাখিটিকে আটকে রাখা যায়নি পারেনি কেউ
বুকেতে ছিল তার সাহসি প্রত্যয় মুক্তির চেতনা
সংশয় বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তার সংগ্রামে
সে তো খাঁচা চায়নি চেয়েছে স্বাধীনতা অফুরান
তাই গর্জে উঠেছিল সে আপনমনে নির্দিদ্ধায়।
পাখিটিকে আটকে রাখা সম্ভব হয়নি কিছুতেই
শৃঙ্খল মুক্ত হতে সে করেছে সংগ্রাম অবিরাম
জীবন বাজি রেখে রক্ত ঝরিয়ে এনেছে স্বাধীনতা
পাখিটি আজ মুক্ত,খাঁচা তার তরে উপযুক্ত ছিল না
মুক্তির চেতনায় আজ মাথা উঁচু করে সে জাগ্রত রয়।
১৯.০২.২০২১