উদাসী বাউলের ব্যথিত মনে
কি যাতনা কে ই বা তা জানে
শুধু বিষাদ ছড়ানো দীর্ঘশ্বাস
পলে পলে ছড়ানো হা-হুতাস
জীবন উচাটন এক অনিশ্চয়তা
থেকে থেকে জ্বলে মর্মব্যথা।


উদাসী বাউলের কি প্রত্যাশা
দিবা-যামী বুকেতে কি আশা
কে জানে কে ই বা রাখে খোঁজ
হারায় সময় পলে পলে রোজ
বাউলের মন ছটফট করে
জীবন জ্বালা শুধু কাঁদায় তারে।


উদাসী জন ধরা মাঝে একাকী
বিরহ সুর বুকেতে ছল ছল আঁখি
পাখিদের গান জোছনার আলো
উদাসীর মনে আর লাগে না ভালো
উদাসীর জ্বালা আর জুড়াবে কবে
কে ই বা জানে এ নিদারুণ ভবে।
আগস্ট,২০১২