ব্যথাগু‌লো জ‌মে থা‌কে হৃদ‌য়ের এক‌কো‌ণে
মু‌ছে ফেলা যায়না জ‌ড়ি‌য়ে ধ‌রে স‌ঙ্গোপ‌নে
অ‌হেত‌ুক কতজন দি‌লো ব্যথা শুধু অকার‌ণে
ব‌লো ভু‌লে যাই আ‌মি সে ব্যথাগু‌লো কেম‌নে।


‌ছে‌ড়ে দি‌তে চে‌য়ে‌ছি ভু‌লে যে‌তে চে‌য়ে‌ছি কতবার
ব‌লে‌ছি উ‌ড়ে যাও পা‌খি নি‌য়ে সব ব্যথার পাহাড়
‌কেউ ‌বো‌ঝে‌নি কেউ ই নি‌তে চায়‌নি এই  দায়ভার
ব‌য়ে চ‌লে‌ছি আ‌মি নিদারুণ এই ব্যথার পারাবার।


ব্যথাগু‌লো তাই ছে‌ড়ে দেয় না আমায় কিছু‌তেই
দূর আকা‌শের বু‌কে বু‌ঝি হারা‌বে ব্যথা সহ‌জেই
অথবা ‌নে‌বে ঠাঁই কোনো এক পাহা‌ড়ের বু‌কে‌তেই
না কিছু হ‌লো না র‌য়ে গেল ব্যথা আমার ভুব‌নেই।


ব্যথাগু‌লো তাই আসন ক‌রে নিল আমার জীব‌নে
পু‌ড়ে পু‌ড়ে সদা অঙ্গার ক‌রে আমারে ক্ষ‌ণে ক্ষ‌ণে
আ‌মি চাই না আর ব্যথাগু‌লো এ জীবন রনাঙ্গ‌নে
তবু পা‌রিনা ব্যথারা ছা‌ড়েনা ধ‌রে রা‌খে প্র‌তিক্ষ‌ণে।
০৯/১০/২০২০