মন ব‌লে ঐ প‌থের শিশুর পা‌শে দাঁড়াই
তার বির‌হে কিছু সু‌খের বারতা জানাই
কষ্টগু‌লো মু‌ছে দিয়ে তা‌রে বু‌কে তু‌লে নেই
বাস্তবতা ভিন্ন ‌কিছু করার ফুসরত নাই।


মন ব‌লে আঘাত করি দুর্নী‌তিবা‌জের বু‌কে
মরুক সব শালারা এ‌বে এ‌কেবা‌রে ধুঁ‌কে ধুঁ‌কে
দূর হ‌য়ে যাক সব অপরাধ দে‌শের বুক থে‌কে
বাস্তবতা ভিন্ন আমা‌দের চলাচলই ধুঁ‌কে ধুঁ‌কে।


মন ব‌লে ছিন্ন ক‌রে দেই বি‌ভে‌দের বেড়াজাল
রাজ‌নৈ‌তিক প‌রিচ‌য়ে কেউ হ‌বেনা না‌জেহাল
সবাই আপন হ‌বে মুক্ত হ‌বে এ ধরায় চলাচল
বাস্তবতা ভিন্ন পরাজয় ই আমার ফলাফল।


মন ব‌লে যারা মানু‌ষের জন্য ভোগা‌ন্তির এখা‌নে
সব শালা‌রে চুবাই বু‌ড়িগঙ্গার জ‌লে ক্ষ‌ণে ক্ষ‌ণে
ত‌বে য‌দি কিছু ভয় স্থির হয় অমানু‌ষ‌দের ম‌নে
বাস্তবতা ভিন্ন কম‌জোড় আ‌মি এই  জনার‌ণ্যে।