মদিনা ও মদিনা সোনার মদিনারে
বুকেতে ধরলি যারে চিরদিনের তরে
সে তো আমার নবী মুহাম্মদ,আলোক ধারা
সেই আলোর রওশনেই আজ ভুবন ভরা।
পাপে ডুবে ছিল এই অন্ধকার দুনিয়া
আলোক ধারা দিলেন তিনি ছড়াইয়া
দিকে দিকে জ্বলে উঠল ইসলামী আলো
মানুষের জীবন আজ তাই রওশন হলো।
মক্কা থেকে মদিনা হয়ে উড়ল যে পতাকা
সেই ইসলামী পতাকা বিশ্বের বুকে আঁকা
মদিনা সোনার মদিনা বুকে রাখলি তারে
দুনিয়ায় ইসলামী পতাকা উড়ালো যে রে।
মদিনা ওগো সোনার মদিনা ধন্য হলে যে তুমি
তোমার বুকে শুয়ে রয়েছেন প্রিয় নবী দিবাযামী
ধন্য হলো মানবজাতি ইসলামের আলো পেয়ে
সেই আলোকের উৎস থেকে গেল মদিনার হয়ে।
০৯/১০/২০