আ‌মি কেঁ‌দে‌ছি দে‌খে তোমার আঁ‌খিজল
আ‌মি হার মেনে‌ছি দে‌খে তোমার পরাজয়
‌তোমার ব্যথায় আ‌মি হ‌য়ে‌ছি জেরবার
বলো তবু মান‌বে না তু‌মি বন্ধু আমায়।


‌থে‌কে থে‌কে তোমার সব বিরহ জ্বালায়
আ‌মিও জ্ব‌লে‌ছি অ‌বিরত সকাল সন্ধ্যায়
আমার ম‌তো সমব্যথী খুঁ‌জে পাবেনা হায়
তবু কি বল‌বে না তু‌মি ও‌গো বন্ধু আমায়।


‌মোছা‌তে তোমার আঁ‌খিজল অ‌বিরল আ‌মি
‌থে‌কে থে‌কে ক‌রে‌ছি কত সংগ্রাম নি‌র্দ্বিধায়
অঁধ‌রে ফোটা‌তে হা‌সি প‌ড়ে‌ছি আ‌মি ফাঁসী
তবু কি হায় মান‌বে না তু‌মি বন্ধু আমায়।


আন‌তে সু‌খের দিন তোমার ত‌রে অফুরান
পু‌ড়ে পু‌ড়ে অঙ্গার হ‌য়ে‌ছি আ‌মি সব সময়
‌তোমার দু‌নিয়‌া গড়‌তে ভাঙ্গ‌তে হ‌য়ে‌ছে আমায়
ও‌গো তবুও কি তু‌মি বল‌বে না বন্ধু আমায়।