আমার বু‌কের বেদনা
‌সে তো বোঝা‌নো যা‌বেনা
‌কি‌সের বেদ‌নে নীরব কান্না
‌সে কভু প্রকা‌শিত হয় না
সু‌খের পরশ পে‌তে হায়
হৃদয় পু‌ড়ে পু‌ড়ে যায়।


‌কেন যে এত যে ব্যথা
‌গোপন বু‌কের বিরহ কথা
চু‌পি চু‌পি হা‌রি‌য়ে যায়
ঐ দূর নীরব নী‌লিমায়
সু‌খের পরশ পে‌তে হায়
হৃদয় পু‌ড়ে পু‌ড়ে যায়।


ক‌ঠিন নিঠুর ছলনায়
‌যে সময় কা‌দি‌য়ে হারায়
র‌বে না তার ঠিকানা
খু‌জে তো পাওয়া আর যা‌বেনা
সু‌খের পরশ পে‌তে হায়
হৃদয় পু‌ড়ে পু‌ড়ে যায়।


আমার বু‌কের বেদনা
‌সে তো কভু দেখা‌নো যা‌বেনা
অনুভ‌বে অনুভ‌বে সু‌খের ছলনা
‌কাল ফুরা‌বে র‌বে যাতনা
সু‌খের পরশ পে‌তে হায়
হৃদয় পু‌ড়ে পু‌ড়ে যায়।