চঞ্চল মন মানে না বারণ
সকলই ভিজিয়া যায়
আজি ) এমন বাদল ভেজা দিনে সখী
তোমারে পাই কোথায়?


ভিজিল আকাশ মাতাল বাতাস
আঁদল ঘুঙুর পায়
তোমারে খুঁজিয়া আমার এ মন
বিষাদে ভরিয়া যায়।


এত এত জল নেভে না অনল
হৃদয় দুয়ারে তপ দাবানল
সাগর অতলে লুকায়ে লুকায়ে
আঁখি করে টলমল।


মনে পড়ে সখী বসি মুখোমুখি
বাদল ছেটালে গায়
হারানো সে দিনে ভিজিবার তরে
আজো খুঁজি বরষায়।