এতদিন পরে আবার আসলে
এতদিন পরে আবার ডাকলে
ভেবে তো পাইনি আমি কোনো কূল
এ কি ইচ্ছে,না তোমার মনের ভুল?
কথামালা এত দিনে বাসি হয়ে ছিঁড়েছে
ছেঁড়া পাতা মর মরে ধুলো হয়ে মিশেছে
গানের উপমা যে হয়েছে ভুল
কিছু নাই আজ ভাবনার অনুকূল।
বালুকা দিয়ে শত গড়ে খেলাঘর
ভাঙা মন দিয়ে কী বাঁধে অন্তর?
যদি জানতাম তুলে রাখতাম কিছুটা
দুঃখ অনলে পুড়িয়ে দিতাম না ছবিটা
কোথায় পাবো যে হৃদয়ের তুল
ভ্রমর আসেনা তাই ফোটে নাই ফুল।