তুমি এই অন্তরে আছো আছো আমার দীঘল হৃদয়-হ্রদে
তোমায় দিনে রাতে দেখেও আমার মিটে না মনের খিদে।


জল ছাড়া জীবন বাঁচে না বাঁচে না সেই গাছও
তুমি আমার দেহের ভিতর যেমন করে আছো
নদীর যেমন জলের তৃষা তুমি আমার হৃদে।


জলরঙে আঁকতে গিয়ে তোমার হৃদয়  সিঁড়ি
বারেবারে যোগ করেছি আমার মন মাধুরী
তুমি আমার স্বপ্ন জুড়ে হাজার রঙ প্রভাতে।


বুকের ভিতর তুমি যেমন পরান জুড়ে নাচো  
চোখের ছায়ায় রাখি তোমায় কাজল হয়ে বাঁচো
বাদল দিনে কদম গাছে একটি ফুল ছিলো যে।