আমার ক্ষতি করে তুমি নিজে করলে শাদি
ভালো থেকো প্রিয়তমা জানবো তুমি এ হৃদয়ের ব্যাধি
আমার কপাল মন্দ বলে ঘুণ ধরেছে সবই
তুমি আমার কেউ ছিলে না লিখে গেছে বিধি।
নষ্ট করে আমার স্বপ্ন ঘুমাও সুখে তুমি
পাষাণ মনে নাই কি দয়া পুড়লা হৃদয় ভূমি বন্ধু
পুড়লা হৃদয় ভূমি
চোখের জলে নিভে না তুষ বুকে জ্বলে অগ্নি।
পুড়ে হলাম এতোই কালো যেমন চোখের কাজল
প্রেমে আমি মগ্ন ছিলাম বুঝি নাই ছল বন্ধু
বুঝি নাই তোমার ছল
কলংকে ডুবাইলা তুমি আর কিছু নাই বাকি।
ছিন্ন করে প্রেমের বাঁধন চাইলা সুখি হতে
সেই মানুষ কি আমার মতো তোমায় ভালোবাসে বন্ধু
তোমায় ভালোবাসে
জানতে ইচ্ছে করে তুমি হইলা না কেন সুখি?