তুই আমার মনে শেফালী ও জুঁই
তোকে ভালোবাসি বলে আমি মনে মনে ছুঁই
শিশির ভেজা ঘাসে তুই সুখেরই ঘ্রাণ
তোর কাছেই বান্ধা থাকুক আমার এ পরান।
জানি ভালোবাসার আদি অন্ত নাই
চল আমরা দুজন প্রেমে পুড়ে
হয়ে যাই ছাই
যদি ছেড়ে যেতে হয় পৃথিবীটাই।
কোন স্রোতে উঠলো প্রেম ভাটি না উজান
তোর হৃদয়ে আমার প্রেম দিয়ে থাক শিথান
তুই আমার মনের মানুষ বুকে উদলা আসমান
বৃষ্টি ভেজা দুপুর বেলা ক্ষেতে পাকা ধান।
দিতে গিয়ে আকাশ পাড়ি
তোর কাছেই ফিরে আসি
অন্য কোথাও যেতে চায় না মন
ফুলে আছে গন্ধ জানি দুঃখের নেই ঘ্রাণ
তোর হৃদয়ে শুনতে পাই আমি সুবেহ আযান
................ নিচের অংশটুকুর অডিও ভিডিও হয়নি ..................
তুই আমার মনে উদয়াস্ত শান্ত নদীর মায়া
তোর ভেতরেই দিবারাত্রি আমার আসা যাওয়া
পাথর কেটে পেয়েছি তোর হৃদয়ের সন্ধান
তোর কাছেই বান্ধা থাকুক আমার এ পরান।