তোমার ভিজা চুলে সমস্ত পিঠ ভিজে একাকার
আমার স্নিগ্ধ সকাল তোমার কাছে মেনেছে হার।


অন্ধ রাতের গন্ধ খুঁজি তোমার চুলের মাঝে
প্রেমের কাব্য ফোটে উঠে দুই নয়নের লাজে
হৃদয় জুড়ে তোমার কথাই হচ্ছে তোলপাড়।


তোমার জন্য ঐ পাখিটা রাত জেগেছে কাল
আমার ভাবনা ঘিরে ছিল তোমার মিষ্টি  সকাল
ভালোবাসা ভর করেছে হৃদয় দ্বারপ্রান্তে
তোমার চোখে ডুব দিয়েছি মনের কথা জানতে
প্রবল বেগে উঠলো কেঁপে মুখে হাসি তার।


আমার একটা সকাল একটা তুমি একজনই প্ৰিয়
আমার মনের কথা বুঝে তুমি ভালোবাসা দিও
তোমার ভিজা চুলে সমস্ত পিঠ ভিজে একাকার
আমার দেহ মন দ্বিগুন টানে তোমার স্পর্শ পাবার
হৃদয় জুড়ে তোমার কথাই হচ্ছে তোলপাড়।