তুমি পথের ধারে দাঁড়িয়ে ছিলে তিরিশ তারিখ শনিবার
আমি ঘাড় বাকিয়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে দুবার
প্রেমিক মনে লাগলো আগুন বসন্তের এই দিনে
আমি মনের কথা জানাবো তোমায় আসছে ফাগুনে।


দোটানাতে পড়লো মন কোন দিকেতে যাই
তোমার কথা ভেবেই পাশে রিক্সাটা থামাই
প্রথম প্রেমের প্রথম কলি ফুটলো মনে আমার
তুমিও কেনো তাকিয়ে ছিলে প্রশ্ন ছিলো জানার।


আমি তোমায় ফুল দিয়েছি প্রেমিক হবার আশে
মনের কথা বুঝে নিও পাঁপড়ি ঝরার আগে
সুবাস নিও নামটি ধরে বলে ছিলাম কি
আমি তোমায় ভালোবাসি এখন দিবা নিশি।


আসলো চিঠি আকাশ দিয়ে নামলো আমার বাড়ি
ছোট ছোট প্রেমের কথা ভুল কমা দাঁড়ি
বসন্ত বরণ শাড়ি কাজল চোখ তোমার
আমি ঘাড় বাকিয়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে দুবার।