ফুল ফুটিলে আইসো বন্ধু সুবাস নিতে গাছে
আমি ফুলের মালি বন্ধু ফুলের বাগান আছে।
আমি ফুলের মালি বন্ধু ফুলের বাগান আছে।


এক বাগানেই নানান জাতের নানান ফুল ফোটে
আমি হলাম ফুলের কলি তুমি পাঁপড়ি তাতে
চোখের কোনে সাদা কালো দুটো ফুলই ফোটে
আমি ফুলের মালি বন্ধু ফুলের বাগান আছে।


মনের ফুলে তোমার সুবাস গন্ধ ছড়ায় রাতে
হলুদ বরণ ফুলের গড়ন দেহের ভাঁজে ভাঁজে
সব ফুলেরই গন্ধ থাকে তোমার ফুল আগে
আমি ফুলের মালি বন্ধু ফুলের বাগান আছে।


ফুল বাগানে অনেক ভ্রমর ঘুরতে আসে ছলে
চোখে চোখে দুয়েকটা মনের কথা বলে
মালি জানে ফুলের মধু কোন ফুলে থাকে
আমি ফুলের মালি বন্ধু ফুলের বাগান আছে।