সাঁতার না জেনে জলে ডুব না দিও
বন্ধু সাঁতার না জেনে জলে ডুব না দিও
নৌকাতে বসিয়া দুইটা প্রেমের কথা কইও,তুমি
নৌকাতে বসিয়া দুইটা প্রেমের কইও
সাঁতার না জেনে জলে ডুব না দিও।

বিহান বেলায় নদীর পানি একটু ছিলো কম
তোমার সাথে ঘুরতে যাবো নৌকায় ভ্রমণ
পালের নৌকা মাঝ দরিয়ায় নিয়া মাঝি চলো
গোপনে বলিবো কথা আমি আর প্ৰিয়।


দুলতে দুলতে প্রেমের কথায় মাতাল হবে মন
পাখি হইয়া ঘুরতে থাকবো আসমানে দুই জন
অন্তরে আসিয়া বন্ধু চাঁদ পাহারা দিও
তোমার মনের খবর আমায় পাঠাইয়া দিও।


লাগলো হাওয়া পালের গায়ে শাড়ি উড়ে ঐ
এত বছর প্রেম করিয়াও ভালোবাসলা কই
বুকের কাছে পুরুষ থুইয়া হৃদয় করলা চুরি
তুমি সাঁতার কাটো আমি জলে ডুইব্বা মরি।