এপার ওপার চরে বাড়ি
যাওয়া আসার মাঝে থাকি
নদী তোমার কোথায় বাড়ি
আমি খেয়া পারের মাঝি।


নদীর ঘাটে ভাঙে পাড়
বানের জলে এপার ওপার
অথৈ জলে পাইনা লগি
নৌকা বাই বৈঠা ধরি।


আমি খেয়া পারের মাঝি
নদীর বুকে আমার রাজি
খোলা আকাশ বাতাস সাথি
নৌকাই আমার আধার।


তুমি আসো আমি জানি
থাকবো পাশে সারাক্ষণ
বুকে ব্যথা মনেও স্বপ্ন
আলো দেখবো কাল সকালে।


তীরের পাশে দাঁড়িয়ে ছিলাম
তোমার দেখা শুধু চাইলাম
দু জনে এই জল পথে
চিরকাল কাটাবো সঙ্গে।


আমি খেয়া পারের মাঝি
নদীর বুকে আমার রাজি
খোলা আকাশ বাতাস সাথি
নৌকাই আমার আধার।