মেয়ে অমন করে তাকিয়ো না কাজল নয়নে
আমি চাঁদের মতো হারিয়ে যাবো সামান্য গ্রহণে।
খোলা চুলে দাঁড়িয়ে ছিলে পৌষের মাঝামাঝি
পাখির ঠোঁটে শীতের সকাল রোদের মাতলামি
পলক পরে চোখের ঘরে যাই লাজুক মনে হেসে
অমন করে তাকিয়ো না সর্বনাশী চোখে।
বৃষ্টি সাগর চোখের জল একই মিল দেখি
তোমার আমার মনের কথা মিলে যাচ্ছে ঠিকই
ভালোবেসে ফেলেছি তোমায় দেখো হৃদয় ছুঁয়ে
প্রেমানলে পুড়লো হৃদয় তোমার চোখে চেয়ে।
ভেদ করেছি বুকের ব্যথা তোমায় দেখার পরে
তুমি আমায় তীর মেরেছো হৃদয় বরাবরে
ভিজিয়ে রাখি ফুলের কলি গোপন করি রাতে
অমন করে তাকিয়ো না বুভুক্ষু নয়নে।
মেয়ে অমন করে তাকিয়ো না কাজল নয়নে
আমি চাঁদের মতো হারিয়ে যাবো সামান্য গ্রহণে।